সময়ের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকার বার্তা২৪ ডটকম চার বছরে পদার্পণ করেছে।সময়ের সেরা খবর সবার আগে সবসময় স্লোগান’কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে অনলাইন নিউজ পোর্টাল ঢাকার বার্তা২৪.কম। অদ্য ১৪ ডিসেম্বর ২২ ইং ঢাকার বার্তা২৪ ডটকম এর প্রধান আইন উপদেষ্টা হিসেবে যুক্ত হলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের চৌকস মেধাবী আইনজীবী বিশিষ্ট সংগীত শিল্পী এ্যাড.মেজবা উদ্দীন শরীফ।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাড.মেজবা শরীফ দীর্ঘদিন যাবত সুনামের সহিত আইন পেশায় নিয়োজিত আছেন। এ্যাড মেজবা শরীফ বেশ কিছু আলোচিত মামলা নিয়েও আইনি লড়াই করে সুখ্যাতি অর্জন করেছেন। তার মধ্যে রয়েছে বর্তমান সময়ের আলোচিত মামলা বাংলাদেশ শিল্পী সমিতির সাধারন সম্পাদক জায়েদ খান এর মামলা, ৪ খুনের মামলা,এসিডদগ্ধ তানিয়ার মামলা, শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্লাবন কোরেশির মামলা এবং সঙ্গীত পরিচালক এম এ রহমানের মামলা সহ অসংখ্য মামলার আইনি লড়াই করেছেন এ্যাড মেজবা শরীফ । বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার পদমর্যাদার সাবেক গোয়েন্দা কর্মকর্তার ছেলে মেজবা শরীফ।সুপ্রীম কোর্টের আইনজীবী মেজবা শরীফ আইন পেশার পাশাপাশি সংগীত ভূবনেও রাখতে চান অবদান ।আইন পেশায় যেভাবে হয়েছেন সফল,তেমনি সংগীত ভূবনেও মেজবার গানের ভক্ত রয়েছে। গায়ক হিসেবেও বেশ সফল।সিডি চয়েস”ঈগল মিউজিক,“সঙ্গীতা” সহ বিভিন্ন স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান গুলো থেকে প্রকাশিত হয়েছে মেজবা শরীফের গান ।উল্লেখযোগ্য গান গুলোর মধ্য হলো, অনেক তো হলো, প্রেম, দূর কোন দেশে, মনের স্মার্টফোন, কথা জমে থাক, শুধু আমার, বোঝেনা সে বোঝেনা, ইশারা, কত সুখে আছি আমি, ভালোবাসি, প্রিয়া, ঝরছে বৃষ্টি, চুপটি করে, লাভার বয় ও একটু শোন।সর্বপরি এ্যাড.মেজবা শরীফ বলেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ঢাকার বার্তা২৪ ডটকম এর সম্পাদক মাসুদ রানা’কে যিনি আমাকে তার নিউজ পোর্টাল ঢাকার বার্তা২৪ ডটকম এর সাথে যুক্ত করেছেন। আমি ঢাকার বার্তা২৪ ডটকম এর সকল সংবাদ কর্মিদের ফ্রি আইনি সহায়তা দিবো তার পাশাপাশি ঢাকার বার্তা২৪ ডটকম পরিবারের সাথে আছি পাশে থাকবো ইনশাআল্লাহ।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪