বিনোদন প্রতিবেদক সুজন বিক্রম:- ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের গত ঈদুল আজহায় মুক্তি পায় প্রিয়তমা সিনেমা, তার বিপরীতে ছিলেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশের বক্স অফিস হিট সিনেমা প্রিয়তমা। প্রিয়তমা সাফল্যর পর আবারো কলকাতার আরেক অভিনেত্রী (শর্বরী দাস) এর
সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান। ছবির নাম ‘অভিনেতা’ এটি পরিচালনা করবেন পরাণ ও সুরঙ্গ খ্যাত পরিচালক রায়হান রাফি।
ইতিমধ্যে শাকিব খানের নতুন নায়িকা (শর্বরী দাস) ঢাকায় এসে পৌঁছেছে। আগামীকাল রাজধানীর পাঁচ তারকা হোটেলে বিকেল ৫ টায় ছবিটির মহরত অনুষ্ঠিত হবে।
জানা গেছে, শাকিবের এই নতুন সিনেমা নির্মাণ হচ্ছে দুই বাংলার যৌথ প্রযোজনায়। দেশের আলফা আই, চরকি ও ভারতীয় স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস বড় ক্যানভাসে প্রযোজনা করছে সিনেমাটির।
সর্বশেষ হিন্দি ওয়েব সিরিজ ‘পার্সো’-তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শর্বরী দাস। সিরিজটি পরিচালনা করেছেন প্রজুন দা। এদিকে আজ থেকে বাংলাদেশে শাকিব খানের ‘দরদ’ সিনেমার শুটিং শুরু হয়েছে।