নিজস্ব প্রতিবেদকঃ ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা,বঙ্গবন্ধু পরিষদের সদ্য প্রয়াত সভাপতি ডাক্তার এস এ মালেক স্মরণে আজ ( ৬ জানুয়ারী) বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে শীতার্ত অসহায় দিনমজুর মানুষের মাঝে সারাদেশ ব্যাপি কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। সারাদেশে কম্বল বিতরনের অংশ হিসেবে আজ কলাবাগান থানাধীন লাল ফকির মাজার সংলগ্ন বস্তিবাসীদের মাঝে কম্বল প্রদানের মাধ্যমে মাসব্যাপী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ডাক্তার এস এ মালেক এর পুত্র, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক ডাক্তার শেখ আব্দুল্লাহ আল মামুন। ফিকামলি তত্ত্বের জনক, বিশিষ্ট সমাজসেবী, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুল ওয়াদুদ এর সৌজন্যে সারাদেশে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বয়ং ড. আবদুল ওয়াদুদ, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. শামসুদ্দীন ইলিয়াস, যুগ্ন সম্পাদক অহিদুজ্জামান মিন্টু, যুগ্ন সম্পাদক নির্মল বিশ্বাস, বঙ্গবন্ধু পরিষদ নড়াইল জেলার সভাপতি ড. তপন সরকারসহ বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪