মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃডিএমপির মিরপুর বিভাগে টানা দুই বছর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে পল্লবী থানা।বৃহস্পতিবার (১৩ এপ্রিল )মাসিক অপরাধবিষয়ক এক সভায় মার্চ মাসের শ্রেষ্ঠ থানার পুরস্কার দেওয়া হয়। পুলিশের মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোঃ জসীম উদ্দীন মোল্লা’র হাত থেকে মার্চ মাসের শ্রেষ্ঠ থানার ক্রেস্ট গ্রহণ করেন পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম।
জানা যায়, প্রত্যেক মাসে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশের মিরপুর বিভাগ তার অধীনস্থ থানা ও পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মিরপুরের সাতটি থানার মধ্যে পল্লবী থানা টানা দুই বছর শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রেখেছে।
বিষয়টি নিয়ে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রতি মাসে শ্রেষ্ঠ থানা নির্বাচিত করে পুরস্কার দেওয়া হয়। গেল বছরের মার্চ মাস থেকে এই বছর এপ্রিল পর্যন্ত টানা ২৪ মাস দুই বছর শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে পল্লবী থানা।
সেই সাথে শ্রেষ্ঠ ফাঁড়ী হিসেবে পল্লবী ফাঁড়ীর ইনচার্জ এসআই সজীব খান ক্রেষ্ট গ্রহন করে।শ্রেষ্ঠ থানা নির্বাচিত করায় ওসি পারভেজ ইসলাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন,মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার,এডিসি ও এসি (পল্লবী জোন) স্যার সহ সকল স্যারদের , তাহাদের বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনায় এমন সাফল্য সম্ভব হয়েছে ।সেইসাথে সার্বিক সফলতার জন্য টিম-পল্লবী থানার সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪