সাম্প্রতিক সময়ে পবিত্র ঈদ-উল ফিতর কে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন প্রতারক চক্র।এসকল প্রতারক
চক্রে কে ধরতে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে মিরপুর মডেল থানা পুলিশ।তারাই ধারাবাহিকতায় গত ৬ এপ্রিল রাত আনুমান ৯.ঘটিকার সময় মিরপুরে ডলার জালিয়াত চক্রের মুলহোতা বেলায়েত হোসেন শেখ প্রকাশ অরফে ডলার বেলায়েত (৪৫) কে তার তিন সহযোগীসহ মিরপুর পাইক পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করছে মিরপুর থানা পুলিশ।
গ্রেফতার বাকি তিনজন হলেন,মোঃ জসিম হাওলাদার (২৪), মোঃ বিরাজ শিকদার (৬৫) এবং মোঃ রাসেল গাজী।তাদের হেফাজক হতে ইউএস ১০০ ডলার ১০ টি, ১ ডলার ৩৮ টি, ৫০০ টাকার বাংলাদেশী নোট ২ টি এবং প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।গ্রেফতার আসামিরা মানুষকে ডলার বিক্রির কথা বলে ১০০ মার্কিন ডলার দেখিয়ে উপরে নিচে ১০০ ডলারের নোট দিয়ে বান্ডেলের মধ্যে ১ ডলার দিয়ে কৌশলে পালিয়ে যায়।
এই বিষয়ে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন বলেন,গ্রেফতার বেলায়েত ভয়ঙ্কর একজন প্রতারক। তিনি মূলত ডলার দিয়েই মানুষের সাথে প্রতারণা করেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ১২ টি মামলা রয়েছে। তারা প্রথমে একজন ডলার ক্রেতাকে টার্গেট করেন। বাজারদরের চেয়েও কম দামে ডলার তারা দিতে পারবেন বলে ক্রেতাকে লোভে ফেলেন। এরপর উপরে ১০০ ডলার নিচে ১০০ ডলার দিয়ে মাঝে সব এক ডলারের নোট দিয়ে দেন। নোটগুলো দেখতে অনেকটা একই হওয়ায় প্রথম দেখাতে সহজেই কেউ ধরতে পারেনা। আর এই সুযোগেই বেলায়েত ও তার সহযোগীরা পালিয়ে যান। তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে এই প্রতারণা করেন। তাই প্রাইভেট কার নিয়েই তারা ঘুরেন। চক্রের আরেক সদস্য জসিমের বিরুদ্ধেও ৩ টি মামলা রয়েছে।এসকল প্রতারক থেকে সকল’কে সাবধান থাকার ও আহ্বান জানান তিনি।