দেশের সর্ব বৃহৎ ট্রাভেল বিজনেস মার্কেট প্লেস ট্রাভেলিস্ট এর পার্টনার মিট আপ অনুষ্টিত।
নিরাপদ ও পর্যটক বান্ধব পর্যটন শিল্প গড়ার প্রত্যয়ে গত ১ জুন নগরীর একটি কমিউনিটি হলে অনুষ্টিত হল আন্তর্জাতিক ট্রাভেল বিজনেস মার্কেট প্লেস ট্রাভেলিস্ট এর চট্টগ্রাম চ্যাপ্টারের মিট আপ প্রোগ্রাম।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাভেলিস্ট এর ভারতীয় কান্ট্রি ডিরেক্টর বৃষ্টি ব্যানার্জি। ট্রাভেলিস্ট বাংলাদেশ এর হেড অফ বিজনেস ইমাম হোসেন চৌধুরীর সঞ্চালনায়, ট্রাভেলিস্ট বাংলাদেশ এর হেড অফ ওপারেশান ইফতেখার সাইমুন চৌধুরির সভাপতিত্বে, অনুষ্টানে ট্রাভেলিস্ট এর কর্ম পরিকল্পনা, ট্রাভেল সেক্টরে সকলের জন্য সহজ একটি মার্কেট প্লেস তৌরি করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ট্রাভেলিস্ট বাংলাদেশ এর হেড অফ মার্কেটিং আরাফাত চৌধুরি রুপক। অনুষ্টান শেষে পার্টনাদের সাথে প্রিতি নৌশ ভোজ ও গিফট বিতরন সম্পন্ন হয়।