মাহাবুব ইসলাম পরাগ গাজীপুর:- ১২ আগস্ট সোমবার ২০২৪ সকাল ৪.৩০ মিনিটে গাজীপুর চৌরাস্তা ট্রাফিকের দায়িত্ব পালন করাকালে ছাত্ররা একটি গাড়িকে তল্লাশির জন্য থামতে বললে তারা এনটিভি চ্যানেল সাংবাদিক বলে দাবি করেন। ছাত্ররা আইডি কার্ড এবং পরিচয়পত্র চাওয়ায় দুষ্কৃতিকারীরা তা অবজ্ঞা করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং গাড়ি থেকে ছাত্রদের ওপর গুলিবর্ষন করা হয় এতে একজন আহত হয়।
মোঃ মাজেদুল ইসলাম রুদ্র সীমন্ত দাস গাজীপুর চৌরাস্তা কলেজের ছাত্র। কাপাসিয়া উপজেলা তাদের ঠিকানা । মাজেদুল ইসলাম রুদ্র সীমন্ত দাস গাড়িটি সন্দেহ করে পিচু নেয় কিছুদুর যাওয়ার পর তায়রুন্নেসা মেডিকেলের সামনে এসে চাকা পাংচার হয় । গাড়ি থেকে নেমে সন্ত্রাসীরা পলায়ন করে। জনগণ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করেন পরে সেনাবাহিনী এসে আহত ছাত্রদের তায়রুন্নেসা মেডিকেলের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন এবং দুষ্কৃতিকারীদের গাড়ি থেকে উদ্ধারকৃত অস্ত্র গুলি টাকা রাসায়নিক কেমিক্যালের গ্যালন জনসম্মুখে উপস্থাপন করেন।