নিজস্ব প্রতিবেদকঃসম্প্রতি ঝিনাইদহ জেলার বানিয়াকান্দর গ্রামের মকছেদ আলী মল্লিকের সন্তান মো: সোনা মিয়ার (৩৫) ক্রয়কৃত জমি দখলের অভিযোগে সদর থানা ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন । অভিযোগে তিনি উল্লেখ করেন বিবাদী অভি (২৫), পিতা-ইয়াছিন আলী,সাহারুল (৪২), পিতা-আবু,বকুল (৩৫), পিতা-আজিবার মন্ডল,মহির (৩৬), পিতা-মো: বদর আলী,শিপন (৩৪), পিতা-অজ্ঞাত, আলমগীর (৩৫),পিতা-তনছের আলী,নিলু (২৫),পিতা-বড়ো কালা, সর্বসাং-বানিয়াকান্দর, থানা ও জেলা-ঝিনাইদহ গনদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করছি যে, আমার বাড়ীর সামনে জনৈক মর্জিনা খাতুন এর নিকট হতে নিম্নে বর্নিত ৩ শতক জমি ক্রয় করি। বর্নিত জমিতে মাটি ভারাট করে বাড়ীতে প্রবেশ পথ করে চলাচল করত: ভোগ দখল করে আসছি। হঠাৎ ইং-০১ জুলাই ২০২৩ইং সকাল অনুমান ১০.ঘটিকার সময় উপরোক্ত বিবাদীরা কতিপয় লোকজন নিয়ে দেশীয় অস্ত্র সস্ত্র সহ অন্যায়ভাবে গায়ের জোরে আমার বাড়ীতে প্রবেশ পথের মাটি কেটে বাঁশের বেড়া দিয়ে ঘিরতে শুরু করে। আমি নিষেধ করলে বিবাদীরা আমাকে মারধর করার জন্য উদ্যত হয় ও খুন জখমের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়ে আমার বাড়ীতে প্রবেশ পথ বন্ধ করে দেয়। তারপর থেকে আমি পুনঃরায় আমার জমির বেড়া খুলে পথ করতে গেলে বিবাদীরা আমাকে খুন জখম করবে বলে হুমকি দিচ্ছে। আমি বর্তমানে বাড়ীতে অবরুদ্ধ অবস্থায় আছি। বিবাদীদের দ্বারা এলঅকায় আইন শৃংখলার বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। ঘটনার বিষয় এলাকার লোকজন অবগত আছে। এমতাবস্থায় আইনী সহায়তা একান্ত প্রয়োজন বলে জানিয়েছেন ভুক্তভোগী মোঃ সোনা মিয়া।সুধু তাই নয় এই চক্রটি সরকারি রাস্তা ও খাস জায়গা ও দখল করার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪