আমির হোসেন,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে কলেজ শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে স্থানীয় এমপি বজলুল হক হারুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়ইয়া ডিগ্রি কলেজের সবুজ চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া) সার্কেল মো. মাসুদ রানা, রাজাপুর সরকারি কলেজ অধ্যক্ষ মো. গোলাম বারী খান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায়, সহকারী অধ্যাপক অসিম রঞ্জন সিকদার।
এসময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বড়ইয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম তালুকদার।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪