নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম স্মরণে দেশব্যাপী আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম ভেন্যুর খেলা স্থগিত করা হয়েছে।
আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বুধবার (২৭ নভেম্বর) জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মশিউল আলম স্বপন খেলা স্থগিতের বিষয়টি গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতির মাধ্যমে জানান।
তিনি বলেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর কেন্দ্র কমিটির সিদ্ধান্তমতে অনিবার্য কারণবশত এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ৩০ নভেম্বর জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম ভেন্যুর খেলাটি স্থগিত করা হয়েছে।
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যে মাঝে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমাদেরকে খেলা স্থগিতের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে খেলার তারিখ এবং বিস্তারিত গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।