মো.সাহেদ আহমেদ
গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষনা করায় গোসাইরহাটে আনন্দ মিছিল করেছে উপজেলা আ.লীগ সহ সকল সহযোগী সংগঠন। এরআগে তফসিল ঘোষণা হলে দেশজুড়ে প্রতিটি জেলা উপজেলা এবং ইউনিয়নে মিছিলের নির্দেশ দেয়া হয়েছিলো। এরই অংশ হিসেবে বুধবার (১৫ নভেম্বর) সন্ধায় স্থানীয় উপজেলা আ.লীগের কার্যালয়ের সামনে থেকে তফশিল ঘোষনার সাথে সাথেই মিছিল বের করে মিছিলটি দাশের জঙ্গল বাজার হয়ে পৌর বাসস্টান্ডে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন পেদা, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক শেখ কামাল আহমেদ, গোসাইরহাট পৌর মেয়র আব্দুল আউয়াল সরদার, উপজেলা যুবলীগের সভাপতি নুররজ্জামান মৃধা, শ্রমিকলীগের সভাপতি আলি আকবর সরদার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুলতান মো.টিপু কোতোয়াল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন নয়ন। উপজেলা কৃষকলীগ নেতা জসিম হাওলাদার,যুবলীগের সাধারন সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ভুট্রো মালত।
এছাড়াও পৌর আ.লীগের সভাপতি শেখ শাহআলম ও সাবেক সভাপতি মতিউর রহমান মিন্টু বেপারী,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর অনির্বান ঘোষ ও সাধারন সম্পাদক মোফাজ্জেল হোসেন অপু,
পৌর ছাত্রলীগের সভাপতি নিহাদ,সাধারন সম্পাদক তুহিন।
উল্লেখ্য,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি এ তফশিল ঘোষণা করেন।
সিইসির ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি রোববার।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪