সাভারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি দোকান মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ই মার্চ সকাল ১১ ঘটিকায় সাভার এন এফ বি আই শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার। মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী আব্দুল করিম পালোয়ান সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ সংস্থার নব নির্বাচিত কমিটি ও মার্কেট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় সংস্থার পক্ষ থেকে তিনশত দৃষ্টি প্রতিবন্ধী কে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নগত অর্থ বিতরণ শেষে সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার মার্কেটের উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়াও তিনি দৃষ্টি প্রতিবন্ধীদের বলেন আমি আপনাদের পাশে বিগত কয়েক বছর ছিলাম আছি এবং থাকবো।
উক্ত সভায় নবনির্বাচিত চেয়ারম্যান এবং মহাসচিব কে ফুলের মালা দিয়ে বরণ করে নেন দোকান মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪