প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৬:৫৩ পি.এম
জমি নিয়ে বিরোধে কৃষক হত্যা মামলায় গ্রেফতার-১
মানিকগঞ্জের ঘিওরে জমি নিয়ে বিরোধে কৃষক মোঃ স্বপন মিয়া (৩৮) হত্যা মামলায় মোঃ বিল্লাল মিয়া (৩৫)'কে গ্রেফতার করেছে র্যাব-০৪, সিপিসি-০৩ ও র্যাব-১, সিপিসি-২।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা মহানগরীর বিমানবন্দর থানাধীন হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত বিল্লাল মিয়া মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার গোলাপ নগর এলাকার মৃত রুপচানের ছেলে।শুক্রবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪,মানিকগঞ্জ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ভিকটিম স্বপন মিয়ার সাথে বিবাদী বিল্লাল মিয়ার বসত বাড়ীর জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। পরে স্থানীয়ভাবে শালিশে সিদ্ধান্ত হয় যে, ভিকটিমের বাড়ীর সামনে ভিকটিমের চাচা মো: ফানু মিয়ার বাড়ীর পাশের ডোবা বিবাদীরা ভরাট করে দিবে। এরই প্রেক্ষিতে বিবাদীরা ডোবা ভরাট করার সময় নিচে ময়লা আবর্জনা ও বিভিন্ন বাশ, কাঠের গোড়ালী দিয়ে মাটি ভরাট করছিল।
বিষয়টি নিয়ে ১৯ নভেম্বর সন্ধ্যা অনুমান ৭টার দিকে উভয়ের মাঝে কথা কাটাকাটি শুরু হলে প্রধান হত্যাকারী মোঃ বিল্লাল মিয়া তার অন্যান্য সহযোগী রফিক , জাহানারা, মোঃ মনিকা সহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন সহযোগী পূর্ব পরিকল্পিত ভাবে হাসুয়া দা, লোহার রড, লাঠিসোটা সহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে উপর্যুপরি এলোপাথারী মারপিট করে ভিকটিমের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থা গুরুতর হলে পরে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন।
উক্ত ঘটনায় ভিকটিমের মা ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় ঘিওর থানার তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের প্রেক্ষিতে র্যাব-৪, সিপিসি-৩ ও র্যাব-০১, সিপিসি-০২ কোম্পানির যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর বিমানবন্দর থানার হাজী ক্যাম্প রোড এলাকা থেকে আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঘিওর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪