পবিত্র মাহে রমজান রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকার অন্যতম হলো
নিউমার্কেট এলাকা।উক্ত নিউমার্কেট ও আশপাশের সড়কের জনদূর্ভোগ কমিয়ে আনতে ফুটপাত দখলমুক্ত করেছে পুলিশ।
বুধবার (২৭ মার্চ) দুপুর থেকে শুরু হওয়া অভিযানে ফুটপাত ও সড়কে অবৈধভাবে বসা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।
যান চলাচল স্বাভাবিক করার জন্য এ অভিযান চলছে বলে জানিয়েছেন নিউমার্কেট জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম।
তিনি বলেন, আজকে অভিযানের পর এই সড়কে ইফতারের আগে কোনো যানজট হয়নি, চুরি-ছিনতাইও কম হয়েছে।
ট্রাফিক ও ক্রাইম বিভাগ একসঙ্গে এই অভিযান চালিয়েছে। অভিযোগ আছে, পুলিশ অভিযান চালিয়ে দখলমুক্ত করে চলে যাওয়ার পর আবার একইস্থানে বসে দোকানিরা।
এ বিষয়ে কমিশনার রেফাতুল বলেন,পবিত্র মাহে রমজানে সড়কে পথচারীদের জনদূর্ভোগ কমাতে মনিটরিং বাড়ানো হয়েছে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত আছে অভিযান অব্যাহত থাকবে।