কুমিল্লা জেলার সবুজ সিংহ নামে এক যুবকের কক্সবাজারের চকরিয়ায় অবস্থানরত মাকে ভয়ভীতি দেখিয়ে ছেলেকে হত্যা করার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনা গত ৮ মার্চ, ২০২৩ বুধবার সন্ধ্যায় ঘটে বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, কুমিল্লা জেলার লাকসাম থানার মজলিশপুর গ্রামের ভোরাজগতপুর এলাকার মৃত নির্মল সিংহের ছেলে সবুজ সিংহের খোঁজে কিছু অপরিচিত ব্যক্তি ওইদিন রাত ৮টার দিকে তাদের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ৬নং ওয়ার্ডের বিনামারা বড়–য়া পাড়ার বাড়িতে আসে।
তখন সবুজ সিংহের মা অসীমা সিংহ তার ছেলে সবুজের কোনো খবর জানেন না বলে জানালে তারা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং নানা রকম ভয়ভীতি দেখায়। তারা এমনকি সবুজকে পেলে অপহরণ করে হত্যা করার পর গুম করে ফেলারও হুমকি দেয়।
তখন ওই অজ্ঞাতনামা ব্যক্তিদের শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করার পর ওই অজ্ঞাতনামা ব্যক্তিদের সন্ধান করে ব্যর্থ হয়ে সবুজ সিংহের মা অসীমা সিংহ চকরিয়া থানায় গত ২৯ মে, ২০২৩ একটি জিডি করেন যার নম্বর ১৫৩০।
এখনও পর্যন্ত উক্ত সন্ত্রাসীদের কেউ ধরা না পড়ায় অসীমা সিংহ অনেক ভয়ে এবং আতংকে দিন কাটাচ্ছেন বলে জানান।