চট্টগ্রাম মহানগরীর আইস ফ্যাক্টরী রোডস্থ স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাওহীদুল উম্মাহ মাদরাসায় হিফজ ছাত্রদের পাগড়ী ও সনদ প্রদান অনুষ্ঠান, প্রতিষ্ঠানের সভাপতি ও এস.এ ফ্যামিলির কর্ণধার মোহাম্মদ শাহ আলম এর সভাপতিত্বে ২৬ মে শুক্রবার, বাদমাগরিব অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বাংলাদেশের আলেম সমাজের অভিভাবক উপ মহাদেশের প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হাফেজ মাওলানা মুফতি ওবায়দুল্লাহ হামজাহ সাহেব (দা.বা),এছাড়া উপস্থিত ছিলেন তাওহীদুল উম্মাহ মাদরাসার মুহতামিম হাফেজ মো: ওমর ফারুক, আল হামিম ইন্সটিটিউট এর প্রিন্সিপাল আরিফুল ইসলাম, স্টেশন কলোনী সমাজের সভাপতি জহির উদ্দিন আহমেদ, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: রকিবুল আলম সাজ্জি, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মো: গিয়াস উদ্দিন, নাজিম উদ্দিন চৌধুরী (এ্যানেল), শিক্ষা পরিচালক মুহাম্মদ আব্দুল হামিদ, হিফজ বিভাগের সিনিয়র শিক্ষক হাফেজ মো: শহিদুল আলম, সিনিয়র শিক্ষক মো: লোকমান হাকিম প্রমূখ। এছাড়াও মাদরাসার সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
এসময় ছাত্র, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ”একজন আদর্শ শিক্ষক ডাক্তারের ভূমিকা পালন করবেন। শিক্ষার্থীদের সমস্যা নিরূপণ করতে পারলে সঠিক পাঠদান করা সহজ ও ফলপ্রসূ হবে।”সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, মাদরাসায় অধ্যয়নরত একেকজন ছাত্রকে সমাজের রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে।
এজন্য শিক্ষক অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। আধুনিক নৈতিকতাবোধ সম্পন্ন জাতি গঠনে আমাদের এ প্রয়াসে যারা সহযোগীতা ও পৃষ্ঠপোষকতা করছেন তারা সহ ছাত্র, অভিভাবক, শিক্ষক, আমন্ত্রিত অতিথি মিডিয়া ব্যক্তিত্ব সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪