ছদাহ উন্নয়ন সমিতি'র কার্যকরি কমিটির নির্বাচন ও অভিষেক অনুষ্ঠিত
চট্টগ্রাম ব্যুরো
সাতকানিয়া উপজেলার ১৫ নং ছদাহা ইউনিয়ন পরিষদের সামাজিক সংগঠন " ছদাহা উন্নয়ন সমিতি " কার্যকরি কমিটির নির্বাচন ও অভিষেক অনুষ্ঠান ১৫ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হল মিলনায়তনে ছদাহার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও ছদাহা উন্নয়ন সমিতির উপদেষ্টা মোশাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অত্র সমিতির উপদেষ্টা রফিক মাহমুদ, বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সোনালী ব্যাংকের ব্যবস্থাপক অত্র সমিতির উপদেষ্টা, মোঃ ফরিদ, বিশিষ্ট আইনজীবী অত্র সমিতির উপদেষ্টা এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও অত্র সমিতির উপদেষ্টা আলহাজ্ব বদিউল আলম, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর অত্র সমিতির উপদেষ্টা জনাব আলহাজ্ব আবু তাহের, বিশিষ্ট সমাজসেবক ও প্রখ্যাত ওয়ায়েজ জনাব আলহাজ্ব মাওলানা লোকমান হাকিম জেহাদী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ ছলিম উল্লাহ, উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অত্র সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ তাজুল ইসলাম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনাব ফারুক চৌধুরী, মোঃ সাইফুর রহমান চৌধুরী, রফিক আহমদ, মোঃ গিয়াস উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, এম ডি জাফর আহমেদ, আরাফাত ইসলাম, অনুষ্ঠান পরিচালনা করেন অত্র সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দীন।
বক্তারা বলেন, ছদাহ ইউনিয়নে সামাজিক উন্নয়নে ছদাহ উন্নয়ন সমিতি' সমস্থ কার্যক্রমে আমরা পাশ্বে থেকে কাজ করে যাবো। আধুনিক ছদাহ গঠনে এই সামাজিক সংগঠন কাজ করে যাবে এই প্রত্যাশা রাখে ছদাহবাসী।
প্রধান অতিথি ২০২৩- ২০২৫ সেশনের জন্য আলহাজ্ব মোঃ ছলিম উল্লাহ কে সভাপতি ও অধ্যাপক মোঃ তাজুল ইসলাম চৌধুরী কে সাধারণ সম্পাদক ও সাংবাদিক জাহাঙ্গীর আলম
কে সহ- সাধারণ সম্পাদক করে মোট ৫৭ সদস্য বিশিষ্ট ছদাহা উন্নয়ন সমিতির কার্যকরি কমিটির নাম ঘোষণা করেন। এবং অনুষ্ঠানের সভাপতি নব নির্বাচিত কার্যকরি কমিটি কে শপথ বাক্য পাঠ করান।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪