চুরির অভিযোগে মোহাম্মদ ইমন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মিরপুরমডেল থানা পুলিশ। গতকাল মিরপুর মডেল থানার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময়তার কাছ চুরি করা স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আইফোন কেনার জন্য বাসা থেকে চুরি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদেজানান ইমন।
এই বিষয়ে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন বলেন গ্রেফতারকৃত ইমন হারুন মোল্লা ডিগ্রি কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থী।সে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে মিরপুর মডেল থানার পূর্ব মনিপুরের ২য় তলায় চুরি হয়। চোর ঘরেরতালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট চার লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। পার্শ্ববর্তী একটি দোকানের সিসিটিভিফুটেজ পর্যালোচনা করে ইমনসহ দুইজনকে শনাক্ত করা হয়। পরে গতকাল মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে ইমনকেগ্রেফতার করা হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী একটি স্বর্ণের ও একটি ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা স্বর্ণ বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধারকরা হয়। ইমন জানান, তিনি পরিবারের কাছে আইফোন কেনার টাকা দাবি করেন। কিন্তু পরিবার তাকে টাকা দিতে অপারগতাপ্রকাশ করে।এতে তিনি ক্ষিপ্ত হন এবং চুরির পরিকল্পনা করেন।পরে আরেক বন্ধুকে নিয়ে ওই বাসায় চুরি করেন।গ্রেফতারকৃতেরবিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪