ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লামা ফাঁসিয়াখালীর শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল হায়দারনাশী গ্রামার স্কুল বাগেরহাটে ঐতিহ্যকে মেলে ধরে রাখতে পিঠা উৎসব মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মৃত্যু মোরেলগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত মধুপুরে বিয়ের ৭ মাস পর গৃহ বধূর রহস্য জনক মৃত্যু নড়াইলের গোবরায় মৎস্য খামারে বিষ প্রয়োগ ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন দুই বছর যাবত মায়ানমার কারাগারে বন্দী লামার ছেলে আবুল মোছা ইসলামপুরে মোটর সাইকেল সংঘর্ষে এক কিশোরের মৃত্যু আহত ২ সাড়ে ৩ ঘণ্টা পর উত্তরার লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এস আলম ও তার পরিবারের ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চিতলমারী থানার ইনচার্জ পরিচয়ে ছিনতাই, মটর সাইকেল জব্দ

  • মাসুদ রানা
  • আপডেট সময় : ০৭:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • ৩১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বাগেরহাটের চিতলমারীতে থানার ইনচার্জ অফিসার ও এস আই পরিচয় দিয়ে দিবালোকে মাছ ব্যবসায়ীর নগত টাকা, চিংড়ীর রেনু পোনা ও মোবাইল ফোনসহ প্রায় ২লক্ষ টাকার মালামাল ছিনতাই করেছে একটি দুর্বৃত্ত চক্র। গত শুক্রবার (০২ মে) সকালে চিতলমারী সদর ইউপি চেয়ারম্যানের বাড়ী ও সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যবত্তী একটি কালবার্টের উপরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মাছ ব্যবসায়ী তোফাজ্জল হোসেন জুয়েল রবিবার (৫ মে) সাংবাদিকদের বলেন ছিনতাইকারী দলের প্রধান দাউদ শেখ সঙ্গীয় রহমান , একলাছ ও বাবুল তার মাছের গাড়ী রোধ করে। এ সময় দাউদ নিজেকে থানার ইনচার্জ আফিসার পরিচয়দেয় এবং বলে তোরা অবৈধ মাছের ব্যবসা করিস! শালার বেটা তোদের জন্য শুক্রবার ও ঘুমাতে পারিনা।

এ সময় রহমান থানার সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে দাউদ শেখকে স্যার স্যার বলে শান্তনা দেয়। এরই মধ্যে ওই ব্যবসায়ীর ৫০ হাজার ৪ শ’৬৫ পিচ চিংড়ি রেনু, নগত ১৮ হাজার ৯০০শত ১০ টাকা, ও মোবাইল ফোন ছিনতাই করে নেয় ওই চক্রটি।
মাছ ব্যবসায়ী তোফাজ্জল হোসেন জুয়েল বরিশাল জেলার কাউনিয়া উপজেলার জগদ্দল গ্রামের মৃত: আঃ খালেক হাওলা দারের ছেলে। এবং ছিনতাইকারী দলের সদস্যরা হলেন চিতলমারী উপজেলার আড়–য়াবর্নী গ্রামের মৃত: বেল্লাল শেখের ছেলে দাউদ , মৃত: উকিল শেখের ছেলে রহমান , জালাল শেখের ছেলে বাবুল এবং গঞ্জর শেখের ছেলে একলাছ ।

এঘটনায় চিতলমারী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত লাল রং এর একটি পালসার মটর সাইকেল জব্দ করেছে।

এব্যপারে থানার আফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন একটি অভিযোগ পেয়েছেন বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লামা ফাঁসিয়াখালীর শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল হায়দারনাশী গ্রামার স্কুল

চিতলমারী থানার ইনচার্জ পরিচয়ে ছিনতাই, মটর সাইকেল জব্দ

আপডেট সময় : ০৭:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক:বাগেরহাটের চিতলমারীতে থানার ইনচার্জ অফিসার ও এস আই পরিচয় দিয়ে দিবালোকে মাছ ব্যবসায়ীর নগত টাকা, চিংড়ীর রেনু পোনা ও মোবাইল ফোনসহ প্রায় ২লক্ষ টাকার মালামাল ছিনতাই করেছে একটি দুর্বৃত্ত চক্র। গত শুক্রবার (০২ মে) সকালে চিতলমারী সদর ইউপি চেয়ারম্যানের বাড়ী ও সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যবত্তী একটি কালবার্টের উপরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মাছ ব্যবসায়ী তোফাজ্জল হোসেন জুয়েল রবিবার (৫ মে) সাংবাদিকদের বলেন ছিনতাইকারী দলের প্রধান দাউদ শেখ সঙ্গীয় রহমান , একলাছ ও বাবুল তার মাছের গাড়ী রোধ করে। এ সময় দাউদ নিজেকে থানার ইনচার্জ আফিসার পরিচয়দেয় এবং বলে তোরা অবৈধ মাছের ব্যবসা করিস! শালার বেটা তোদের জন্য শুক্রবার ও ঘুমাতে পারিনা।

এ সময় রহমান থানার সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে দাউদ শেখকে স্যার স্যার বলে শান্তনা দেয়। এরই মধ্যে ওই ব্যবসায়ীর ৫০ হাজার ৪ শ’৬৫ পিচ চিংড়ি রেনু, নগত ১৮ হাজার ৯০০শত ১০ টাকা, ও মোবাইল ফোন ছিনতাই করে নেয় ওই চক্রটি।
মাছ ব্যবসায়ী তোফাজ্জল হোসেন জুয়েল বরিশাল জেলার কাউনিয়া উপজেলার জগদ্দল গ্রামের মৃত: আঃ খালেক হাওলা দারের ছেলে। এবং ছিনতাইকারী দলের সদস্যরা হলেন চিতলমারী উপজেলার আড়–য়াবর্নী গ্রামের মৃত: বেল্লাল শেখের ছেলে দাউদ , মৃত: উকিল শেখের ছেলে রহমান , জালাল শেখের ছেলে বাবুল এবং গঞ্জর শেখের ছেলে একলাছ ।

এঘটনায় চিতলমারী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত লাল রং এর একটি পালসার মটর সাইকেল জব্দ করেছে।

এব্যপারে থানার আফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন একটি অভিযোগ পেয়েছেন বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।