নিজস্ব প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে দিনভর ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে সোনাগাজির ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও অত্র বিদ্যালয়ে আয়োজিত উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে অন্তত প্রায় হাজারের অধিক রোগির চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ফেনী-৩(দাগনভূঞা-সোনাগাজী) আসনের বাংলাদেশ জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাঃ মোঃ ফখরুদ্দিন মানিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং জেলা আমীর মুফতি আব্দুল হান্নান। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারী মাও. আব্দুর রহিম, সোনাগাজী উপজেলা আমীর মাওলানা মো: মোস্তফা, সোনাগাজী পৌরসভা আমীর মাও. কালিম উল্লাহ, সোনাগাজী মো: ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিক মাষ্টার জয়নাল আবেদীন, সোনাগাজী উপজেলা জামায়াতের সেক্রেটারি এ এস এম বদরুদ্দোজা, পৌরসভা সেক্রেটারি মহসিন ভূঁঞা, সোনাগাজী পৌরসভা সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান, সাংবাদিক আব্দুর রহিম, সোনাগাজী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাও. জিয়াউর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা সেক্রেটারী ইমাম হোসেন আরমান, জেলা প্রকাশনা সম্পাদক আশরাফ হোসেন সোহেল, সোনাগাজী উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি সৈয়দ মাঈনুদ্দিন , সোনাগাজী উপজেলা,ছাত্রশিবির সভাপতি রফিক উদ্দিন নোবেল, সাংবাদিক মাহমুদ হাসান, সাংবাদিক জাবেদ মামুন, ফখরুল ইসলাম IBWF ফেনী শহর আলাউদ্দিন মিস্টার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ৩০ জন পুরুষ ও মহিলা চিকিৎসক টিম, ১০ জন নার্স চিকিৎসা সেবা প্রদান করেন পাশাপাশি প্রায় ১৫০ জন স্বেচ্চাসেবকের সুশৃঙ্খলতার মাধ্যমে প্রায় এক হাজার রোগীকে সেবা প্রদান করতে সক্ষম হয়েছেন তারা। মেডিকেল ক্যাম্পে ফ্রি ডাক্তার দেখানো, বিভিন্ন পরিক্ষা, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ডায়াবেটিকস পরিক্ষা, রক্ত পরিক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।
চেয়ারম্যান - আব্দুর রহিম খান ।
সম্পাদক ও প্রকাশক : মাসুদ রানা ।
@dhakarbarta24.com