গাজীপুর মহানগরির হাড়িনাল আল জামিয়া দারুল উলম মাদ্রাসার বাজারের ইজারাদার মোঃ জসিম উদ্দিন খান মায়াকে চাঁদার দাবীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এবিষয়ে আহত জসিমের পিতা আলহাজ মোঃ আকছার উদ্দিন খান বাদী হয়ে গাজীপুর সদর মেট্রো থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে যানা যায়, মোঃ ফজলুর রহমান (৬৫), ইমরান হোসেন (৩২), তরিকুল ইসলাম বাবু (২৭), আরিফুল ইসলাম (২৫) গংরা ইজারাদার জসিম উদ্দিন খান মায়ার কাছে ১লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিলো, চাঁদ না পেয়ে আজ বৃহস্পতিবার সকালে বাজারে ইজারা তোলার সময় উল্লেখিত সন্ত্রাসীরা জসিম উদ্দিন খান মায়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এই ঘটনায় প্রধান ইজাজাদার মুঞ্জুর আলী (৬০) ও আহত হয়েছেন এবং সন্ত্রাসীরা বাজারের মাছ ব্যবসায়ীদের মাছ রাস্তায় ফেলেদেয় ও ইজারাদারদের একটি মোবাইল ফোন ভেঙ্গে ফেলে ও ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় জসিম উদ্দিন মায়াকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাড়িনাল বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতির ও হাড়িনাল আল জামিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত মাদ্রাসার জমিও দখল করে রেখেছেন।
সংবাদ শিরোনাম ::
জনপ্রিয় সংবাদ