สล็อตออนไลน์ สล็อตออนไลน์ สล็อตออนไลน์ สล็อตออนไลน์
চট্টগ্রামে ‘নীরব ঝড়’ মোকাবেলায় প্রশাসনের টেকসই রূপরেখা - ঢাকার বার্তা ২৪
আন্তর্জাতিক জাতীয়রাজধানীরাজনীতিঅপরাধ  লিড নিউজসর্বশেষখেলাধুলাপ্রযুক্তিব‍্যবসা বানিজ‍্যশেয়ার বাজারসারাদেশব‍্যাংক বীমাঅন্যান্য

ব্রেকিং

চট্টগ্রামে ‘নীরব ঝড়’ মোকাবেলায় প্রশাসনের টেকসই রূপরেখা

Published on: July 13, 2025

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রামে অনির্বচনীয়ভাবে বেড়ে চলা অপরাধ, কিশোর গ্যাংয়ের দাপট, মাদকের অদৃশ্য নেটওয়ার্ক এবং অনিয়ন্ত্রিত চিকিৎসাব্যবস্থার বিরুদ্ধে ‘স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান’ ঘোষণা করলো জেলা প্রশাসন।

আজ সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

সভায় প্রধান আলোচক ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। তিনি বলেন, “চট্টগ্রামকে মাদক ও অস্ত্র চোরাচালানের করিডোর হতে দেওয়া যাবে না। আধুনিক গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত ও উপকূলীয় অঞ্চলে নজরদারি জোরদার করা হচ্ছে।”

সভায় আলোচিত মূল এজেন্ডা:
ডিজিটাল নজরদারিতে কিশোর গ্যাং চিহ্নিতকরণ ও দমন
ড্রোন-সাপোর্টেড নজরদারিতে সীমান্তে মাদক ঠেকানো
ভোক্তা অধিকার লঙ্ঘনকারী বাজারে স্মার্ট মনিটরিং টিম
অনিবন্ধিত হাসপাতালের বিরুদ্ধে জিরো টলারেন্স
গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধিতে ইউএনওদের বিশেষ নির্দেশনা

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার দায় শুধু পুলিশের নয়, এটি সামগ্রিক সমাজের দায়িত্ব। একযোগে কাজ করতে হবে, যাতে অপরাধীরা আর সুযোগ না পায়।”

তিনি আরও জানান, সরকারি কর্মসূচিগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয় থাকবে এবং কোনো অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ইউএনওগণ, গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিশেষ দৃষ্টি আকর্ষণ:
অপরাধ দমনে ‘স্মার্ট প্রযুক্তি’ ব্যবহারের রূপরেখা
গ্রামীণ বিচার ব্যবস্থাকে কার্যকর করতে জেলা প্রশাসনের নতুন কৌশল
জননিরাপত্তায় প্রশাসনের সমন্বিত পদক্ষেপ প্রয়োজনে এই রিপোর্ট ইনডিজাইন/পেইজ ডিজাইন আকারে প্রস্তুত করে দেওয়া যাবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now