জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি
আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ৩য় দফার নির্বাচনের মনোনয়ন ফরম জমার গত বৃহস্পতিবার শেষ দিনে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ১০জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা করেছেন।
চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, যুগ্ম সম্পাদক আবু হেনা ফারুকী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ, সাবেক জোয়ারা ইউপি চেয়ারম্যান আহম্মদ হোসেন ফকিরসহ ৬ জন।
ভাইস-চেয়ারম্যান পদে ইসলামী ফ্রন্ট সমর্থিত প্রার্থী, বর্তমান ভাইস-চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, অধ্যাপক একরাম হোসেন, রূপম দেব, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে একমাত্র খালেদা আকতার চৌধুরীসহ ১০ জন তাদের মনোনয়ন ফরম জমা করেছেন বলে জানিয়েছেন, রিটানিং অফিসার রাকিবুজ্জামান রেনু।