মো.সাহেদ আহমেদ
গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি
শরীয়তপুর গোসাইরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে বিভিন্ন ব্যবসায়ীক অপরাধ ধরা পড়ায় ৪টি প্রতিষ্ঠানের মালিককে এগারো হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে বিভিন্ন রেস্তোরা, কাচাবাজার আড়ৎ ও খুচরা বিক্রির দোকানে এ তদারকি পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী জানান,
গোসাইরহাট দাশেরজঙ্গল বাজারে ব্যাংক রোডের সোহেল ফুর্ডপার্ক রেস্তোরা কে বাসি পচা খাবার সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার ও বিষাক্ত রং খাবারে ব্যবহার করার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় ৪২,৪৩ ধারায় ৮হাজার টাকা জরিমানা করেন। ফলপট্রি মেসার্স জনতা ভান্ডার নামক ফলের প্রতিষ্ঠানে তদারকিকালে ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক স্বপন কে ৪৫ ধারায় ১ হাজার টাকা, কাঁচামাল দোকানের মালিক
আলআমিন মৃধা কে পন্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩৮ ধারায় ১হাজার টাকা জরিমানা করা হয়।এবং একইসাথে আরেক কাচামাল বিক্রেতা মূল্য তালিকা প্রদর্শন না করায় রাসেল পাইক কে ৩৮ ধারায় ১হাজার টাকা জরিমানা করেন।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪