মো.সাহেদ আহমেদ গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি:-
শরীয়তপুর গোসাইরহাটে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করেছে। শনিবার বিকেল সাড়ে ৬টায় উপজেলার গোসাইরহাট ইউনিয়ন এলাকা থেকে এ পলিথিন উদ্ধার করা হয়।
গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জা জানান, উপজেলার গোসাইরহাট ইউনিয়নের কামাড্ডা গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন মজুদ করেছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এসময় ব্যবসায়ী মিলন আখন্দ এর ঘর থেকে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করা হয়। অভিযানের খবরে পলিথিন ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এসময় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ জব্দ করে জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্থান্তর করেন।উদ্ধারকৃত পলিথিনের মূল্য আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা বলে জানা গেছে। পরে পলিথিন জব্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গোসাইরহাট থানা এসআই শহীদুল ইসলাম সহ তার সঙ্গীয় ফোর্স এবং আনসার বাহীনির সদস্যবৃন্দ।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪