গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি:শরীয়তপুরের গোসাইরহাটে ২০২২-২৩ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান ও পাট ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৫-মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরনের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহবুদ্দিন এর সঞ্চালনায় বিতরন অনুষ্ঠান শুরু করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সুত্রে জানা গেছে এবারে খরিপ মৌসুমে ৩১শত কৃষকের মধ্যে প্রতিজন কৃষককে ৫ কেজি করে উন্নত মানের আউশি জাতের ধান বীজ, ১০ কেজি ডিওপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।
অতিথিরা কৃষি উন্নয়নের বর্তমান সরকারের পরিকল্পনা তুলে ধরেন এবং তারা বলেন ১ ইঞ্চি জমি যাতে অনাবাদি না থাকে আপনার জমি থাকলে সরকার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস কতৃক আপনাদেরকে বিনামূল্যে কৃষি উপকরন সহায়তা প্রদান করবেন।
মো. সাহেদ আহমেদ।
গোসাইরহাট প্রতিনিধি।
মোবাইল. ০১৬১১৫১৮৫৪৬.
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪