নিহাল খান,রাজশাহী :- রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন।
জানা গেছে, আজ ২২ এপ্রিল (সোমবার) রাজশাহী জেলা পুলিশ কার্যালয়ের ড্রিলসেডে মাসিক কল্যাণ সভার অনুষ্ঠানে গত মার্চ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে আব্দুল মতিনকে সম্মাননা সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম (বার)।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন স্মার্ট ও সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে ইতিমধ্যে সকলের কাছে প্রশংসিত হয়েছেন।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন,অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজশাহী জেলার সুযোগ্য সম্মানিত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান পিপিএম-বার স্যারের প্রতি।যাঁর সার্বিক দিক-নির্দেশনা ও দক্ষ নেতৃত্বে রাজশাহী জেলার বেস্ট অফিসার ইনচার্জ মার্চ-২০২৪ নির্বাচিত হয়েছি।পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল রানা পিপিএম স্যারের প্রতি।বিশেষ করে ধন্যবাদ জানাই প্রেমতলী ও কাকনহাট তদন্ত কেন্দ্রের সহ সকল অফিসার-ফোর্সের প্রতি রইল কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই পুরস্কার।
আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখতে প্রিয় সহকর্মীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪