রাজধানীর গেন্ডারিয়ায় ট্রাভেল ব্যাগ চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো মোঃ আরমিন ও মোছাঃ শিউলি আক্তার। এ সময় তাদের হেফাজত থেকে ৯ হাজার ৯০০ টাকা, দুইটি টিশার্ট ও একটি জিন্সপ্যান্ট (চুরির টাকায় ক্রয়কৃত), দুইটি মোবাইল ফোন, বাদীর একটি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড উদ্ধার করা হয়।
ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস,এম, শামীম সাংবাদিকদের বলেন, গত ২ এপ্রিল রাতে গেন্ডারিয়ার দয়াগঞ্জে ইবনেসিনা ডায়াগনষ্টিক সেন্টারে ন্যাচারাল ড্রাগস ল্যাবরেটরীজ কোম্পানীতে মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে কর্মরত মোঃ শাওনের একটি ট্রাভেল ব্যাগসহ ঔষধ বিক্রির নগদ ৪০ হাজার টাকা, ঔষধপত্র, বিদ্যালয়ের আইডি কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়। তার অভিযোগের প্রেক্ষিতে গেন্ডারিয়া থানায় একটি মামলা রুজু করা হয়।
এই বিষয়ে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মোস্তাফিজুর রহমান বলেন,গেন্ডারিয়া থানার একটি টিম মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। গতকাল বৃহস্পতিবার রাতে গেন্ডারিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের গেন্ডারিয়া থানার মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪