মেহেরপুর প্রতিনিধিঃমেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি'র উদ্যোগ বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল ও চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে বিএনপি'র কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়নে প্রতি জেলা ও উপজেলায় অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্রীয় বিএনপি'র কর্মসূচির অংশ হিসেবে গাংনী উপজেলা বিএনপি'র উদ্যোগেও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ এপ্রিল), সকালের দিকে গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
গাংনী উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ মাস্টার এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক ভিপি আব্দুল্লাহ।
সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলামের সঞ্চালনায়
এসময় অন্যান্যের মধ্যে জেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান, গাংনী উপজেলা কৃষক দলের সদস্য সচিব মুকুল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ, আব্দুল গাফ্ফার, মনি, রাজু ও বেলাল হোসেনসহ বিএনপি ও এর অংগসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাজিদ আল মামুন
মেহেরপুর প্রতিনিধি
০১৯১৫৩৫১৪৯৮
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪