নিজস্ব প্রতিনিধি :মাঘ মাসের কনকনে শীত ও ঘন কুয়াশায় ঘেরা ফেনী শহর। তার মধ্যে শৈত্যপ্রবাহ চলছে। কনকনে এই শীতে শহরের পথশিশুদের দিন ও রাত কাটছে বেশ কষ্টদায়ক। আর তাদের কথা ভেবে দাগনভূঞার অন্যতম সামাজিক সংগঠন "হাসিনা সামাদ ফাউন্ডেশনের" পক্ষ থেকে শীতার্থদের দারে দারে গিয়ে শীতবস্ত্র প্রদান করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা।
গত মোঙ্গলবার রাতে ১ম ধাপে ও বুধবার রাতে ২য় ধাপে দাগনভূঞা উপজেলা বাজার থেকে শুরু করে ফেনী জেলার বিভিন্ন জায়গায় গিয়ে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সদস্য ফখরুদ্দিন রিয়াজ, সাইফুল ইসলাম মাসুদ, সাইফুল ইসলাম মারুফ। ছোটদের মধ্যে আরো ছিলেন হাসিন ইসলাম সাফি'সহ আরো অনেকে।
এসময় ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম মাসুদ জানায়, বছরের ১২ মাসের বিভিন্ন সময়, যেমন শীতে বস্ত্র নিয়ে, রমজানে ইফতার সামগ্রী ও ঈদ উপহার নিয়ে এভাবে সবসময় অসহায় মানুষদের পাশে দাড়ানোর এই প্রথা অব্যাহত থাকবে বলে আমি আশাকরি।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪