খাগড়াছড়িতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি
দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ এসে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বেশ কয়েকটি দা ও চাপাতি উদ্ধার করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ছোড়া ইটপাটকেল বিএনপি ভাইস চেয়ারম্যান নেতা আবদুল্লাহ আল নোমানের গাড়ি ভাঙচুর করে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা।
অন্যদিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পূর্বনির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়েছে।এবং আওয়ামী লীগ কার্যালয়ের দিকে ইটপাটকেল ছোড়ে।এতে আওয়ামী লীগের ৩০ জন নেতা কর্মী আহত হয়।
আহত আওয়ামী লীগের নেতা কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরে অভিযান চালিয়ে বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে বেশ কয়েকটি দা ও চাপাতি উদ্ধার করে পুলিশ।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪