শহীদ আলম স্মৃতি সংসদের জায়গা জবরদখলের জন্য ষড়যন্ত্রমূলক ‘মিথ্যা’ মামলা, ও স্থানীয়দের নির্যাতনের প্রতিবাদে নগরীর পাহাড়তলী এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
বুধবার (১৩ই নভেম্বর) দুপুরে নগরীর পাহাড়তলী থানার আই-ডব্লিউ কলোনি এলাকায় শহীদ আলম স্মৃতি সংসদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।
মানববন্ধনে ভুক্তভোগী শওকত খান রাজু, ইব্রাহিম, সুমন, দস্তগীর রিয়াদ, মোসাম্মৎ লাইজু আক্তার প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জিয়াউল হক মুরাদ সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ভূমি দখলসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। সে পলাতক যুবলীগ ক্যাডার হেলাল আকবর চৌধুরী বাবরের সহযোগী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করলেও রাজনৈতিক পট পরিবর্তনের পরে এখন সে নিজেকে বিএনপি সমর্থক বলে দাবি করে এলাকাবাসীকে হয়রানি করছে। আমরা এ ঘটনায় সঠিক বিচারের দাবি জানাই।
মানববন্ধন থেকে ষড়যন্ত্রমূলক ‘মিথ্যা’ মামলা ও এলাকাবাসীকে হয়রানির দায়ে জিয়াউল হক মুরাদ ও তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি মুরাদের দখলে থাকা রেলের মালিকানাধীন জায়গাগুলো দখলমুক্ত করতে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
মানববন্ধনে আই-ডব্লিউ কলোনি, বাঁচামিয়া রোড ও আশপাশের এলাকার প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪