রিপোর্টার মোঃ আতাউল্লাহ আরীফী :- ক্রিকেট বোর্ডের পরিচালকদের পদত্যাগ এর একদফা দাবিতে মানববন্ধন করেন ক্রিকেট সংগঠক,দর্শক ও শুভানুধ্যায়ী বৃন্দরা। গত এক যুগে পিছিয়ে পড়া বাংলাদেশের ক্রিকেটের সত্যিকারের উন্নয়ন অগ্রগতির স্বার্থেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের পদত্যাগের একদফা দাবিতে সচিবালয়ে সামনে তারা মানববন্ধন করেন।
তখন তারা বলেন যে ক্রিকেট বোর্ডের পরিচালকদের অনিয়ম দুর্নীতি দুঃশাসন এর কারনে ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অঙ্গন ধ্বংসের দ্বারপ্রান্তে তাই তাদের পদত্যাগের বিকল্প নাই। তাদের একদল প্রতিনিধি ক্রিয়া উপদেষ্টার বরাবর সারকলিপি জমা দেন। তখন সেখানে উপস্থিত ছিলেন মোহামেডান ক্লাবএর চিফ কডিনেটর লিজেন্ড অফ রুফগঞ্জ ক্লাব এর ম্যানেজার ইনআউড ক্রিয়াচক্রের জয়েন সেক্রেটারি এবং বিভিন্ন ক্লাবের সদস্য বিন্দু