খান মেহেদী :- শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন কোটা সংস্কারের পক্ষে সরকার। একইসাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সরকার আলোচনায় বসতে রাজি। প্রয়োজনে আজই বসা হবে বমেও জানিয়েছেন আইনমন্ত্রী।
বৃহস্পতিবার (১৮ জুলাই) চলমান পরিস্থিতিতে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, আমি অ্যাটর্নি জেনারেলকে বলেছি এ সংক্রান্ত মামলার শুনানীর জন্য আগামী রোববার আদালতে আপিল করতে, যেন শুনানী এগিয়ে আনা যায়।
আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের আইনমন্ত্রী বলেন, পিতৃতূল্য হিসেবে আমি অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি আপনারা আন্দোলন থেকে সরে আসেন।
কোটা সংস্কার বিষয়ে আপনারা একমত কি না— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে আমরা কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে একমত।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪