ঢাকা জেলা বিএনপির জনসমাবেশে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা হয়। এ সময় বিএনপির আয়োজিত সমাবেশে গুরুতর আহত হয় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরীসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়।
বিএনপির আয়োজিত মিছিলটি দক্ষিণ কেরানীগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসলে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের উত্তেজিত নেতাকর্মীরা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ইটপাটকেল নিক্ষেপ করেন।
আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান করা নেতা কর্মীদের উপর ইটপাটকেল ছুঁড়ে আসে। পরে ঘটনাস্থলেপুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২৬ মে) নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ ও দেশের ৯ বিভাগের ১৮ জেলা এবং মহানগরে জনসমাবেশ করছে বিএনপি।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪