সোনারোদ উঠে হেসে এ উঠোনে
মুরগির বাচ্ছারা দলবেঁধে এককোণে
কৃষাণি ধান মেলে উঠোন জুড়ে
ভয়ে তার কাঁপে বুক দেখে মেঘ আকাশে।
কৃষাণ গেছে মাঠে পাকা ধান কাটে
দেহে যার ঘাম ঝরে সারাদিন খেটে;
বিকেলে ফিরে বাড়ি গলাভরা গান
এবার হবে তার গোলাভরা ধান।
এক জোড়া ঘুঘু পাখি উড়ে বসে উঠোনে
কৃষাণির ধান খেয়ে ফিরে তারা নীড়ে ;
সাঁঝ হলে জোঁনাকিরা দলে নেমে আসে
কৃষাণির উঠোনেতে গগণের তারা হাসে।
লেখক, মুহম্মদ শাহাদাত হোসেন
প্রধান সহকারী, প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তর,
বাংলাদেশ রেলওয়ে পাহাড়তলী চট্টগ্রাম।
রচনাকাল :- ১১ মে ২০২৪ খ্রিষ্টাব্দ।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪