নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রাম:কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুই দালালকে ভ্রাম্যমান আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক।
২১শে মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি দল দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসকে জিম্মি করে রাখা দালাল হিসেবে চিহ্নিত শহরতলির হিঙ্গনরায় উকিলপাড়া গ্রামের সিদ্দির আলীর পুত্র শাওন ও গোস্তিপাড়া এলাকার রোস্তম আলীর পুত্র সৌরভ আহমেদ সাগরকে গ্রেফতার করে।
এ সময় ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৬০ সালের ১৮৮ অধ্যাদেশ অনুযায়ী ওই দুই দালালের অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের দু’জনেকই পৃথকভাবে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নিয়োজিত ম্যাজিস্ট্রেট।
এ ব্যাপারে কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, সরকারের সেবামুলক বিভিন্ন দপ্তরে যেসমস্ত দালাল বা টাউট শ্রেণীর লোক ঘাপটি মেরে আছে আমরা প্রত্যেককেই চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব এবং নাগরিক সেবা নিশ্চিত করব। আজকের অভিযানটি তারই অংশ। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪