কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন এলাকা থেকে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ ইব্রাহিম খলিল টিটু (৩০)'কে গত অদ্য ১১ ফেব্রুয়ারি ২২ ইং ভোরে ৪৯৪ বোতল ফেন্সিডিল এবং ১৮ কেজি গাঁজাসহ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি আরো জানান,গ্রেফতারকৃত মাদক কারবারী দীর্ঘ দিন যাবৎ ঢাকা-কুমিল্লা মহাসড়ক হয়ে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এবং গাঁজার চালান নিয়ে নিজ হেফাজতে রেখে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান,ফারজানা হক সিনিয়র সহকারী পুলিশ সুপার
স্টাফ অফিসার (মিডিয়া) র্যাব-৩ ।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪