রেনু হালদার
কিছু কিছু সম্পর্কের শেষটা
অসম্পূর্ণই থেকে যায়।
না রাগ, না হাসি না বিচ্ছেদ না মিল।
শুধু রয়ে যায় কিছু কিছু পিছুটান ।
তবুও অপেক্ষাতেই মন বেঁচে থাকতে চায়।
আর কিছু কিছু স্বপ্ন অসমাপ্তি থাকে ।
সময় আর আপন জন যখন একসাথে আঘাত দেয়।
তখন মানুষ বাইরে থেকে নয় ভিতর থেকে
পাথরের মত শক্ত হয়ে যায়।
জীবন এক বৈচিত্র্যময় গল্প।
কখনো ছন্দের মিল থাকে
আবার এখনো থাকেনা।
যা লিখতে চাইলে কলমের কালি শেষ হয়ে যাবে।
তবুও জীবনের গল্পটা শেষ হবে না।
মানুষ বড়ই বৈচিত্র্যময় এই কখনো হাসে কখনো কাঁদে।
আবার কখনো রঙ্গিন স্বপ্ন দেখে বারে বারে।
তাই মানুষের জীবনের গল্প কখনো শেষ হয় না।
এমনিভাবে সুখ দুঃখ নিয়েই চলে জীবনের গল্প।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪