মোঃ- জামাল হোসেন, মাদারীপুর প্রতিনিধিঃ- মাদারীপুরের কালকিনিতে মুরাদ হোসেন নামে এক মাদকাসক্ত যুবকের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় এলাকাবাসী। অভিযুক্ত মুরাদ উপজেলার আলীনগর এলাকার গদাধরদী গ্রামের মুজাফফর মৌলভীর ছেলে। বৃহস্পতিবার রাতে তার বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।
পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, যুবক মুরাদ মাঝে মধ্যেই নেশা করে মাতাল হয়ে এলাকার নীরিহ মানুষের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি সৃষ্টি করে আসছে। তার ভয়ে অনেকেই রাস্তা ঘাটে বের হতে পারছিলেন না। মানুষকে দেখলেই তেরে এসে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমন কি তার গর্ভধারিনী বৃদ্ধা মাকে ও তিনি ছাড় দেয়নি।এই মাদকাসক্ত যুবক এলাকার জন্য ক্ষতির কারণ । এ ঘটনায় এলাকাবাসী চরমভাবে অতিষ্ঠ হয়ে ওঠে। পরে অর্ধশতাধিক স্থানীয় এলাকাবাসী মিলে মুরাদের মাকে সাথে নিয়ে মুরাদের দৃষ্টান্তমুলক বিচারের দাবিতে কালকিনি থানায় উপস্থিত হয়ে ওসির কাছে অভিযোগ করেন।
এ বিষয় আলমগীর,টুলু, আজিজুল ও জহিরুলসহ বেশ কয়েকজন এলাকাবাসী জানান, মুরাদ মাদকাসক্ত হয়ে এলাকার লোকজনদের রীতিমত অত্যাচার ও অপমান করে আসছে। তাই আমরা তার মাকে সাথে নিয়ে তার বিরুদ্ধে থানায় ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগ করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, মুরাদ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছে। কিন্তু রহস্যজনক কারনে ধরাছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছে সে।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত মুরাদকে ফোনে পাওয়া যায়নি।
এ বিষয় ৬ নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুজ্জামান শুরুজ জানান, কোন মাদকাসক্ত বা অত্যাচারীকে ছাড় দেয়া হবে না।এই সমাজে কোন মাদকাসক্তকে আশ্রয় দেওয়া হবে না। মুরাদ এলাকায় যা ঘটাচ্ছে সব অন্যায় করেছে। কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছে না।
এব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন জানান, আমরা থানায় অভিযোগ পেয়েছি সত্যতা সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪