নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরের রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে সিএমপি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বিজনেস বাংলাদেশকে বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় শনিবার (৩ আগস্ট) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
রাত ১০টার পর পুনরায় কারফিউ বলবৎ হবে।
এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হলে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সরকার।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪