রাজধানীর কামরাঙ্গীরচরে ময়লার ভ্যান গাড়ির ড্রাইবারের ক্রিকেট খেলার স্ট্যাম্পের আঘাতে গুরুতর আহত হয়েছেন লালবাগ বিভাগের ট্রাফিক কনস্টেবল মতিউর(৫০)।গুরুতর আহত ট্রাফিক কনস্টেবল মতিউর’শারিরিক কন্ডিশন আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়ে ছিলো ।কনস্টবল মতিউর শারিরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ঢাকা মেডিকেল হসপিটাল থেকে শ্যামলী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল নেওয়া হয়েছে ।তিনদিন চিকিৎসা শেষে বর্তমানে কনস্টেবল মতিউর এর অবস্থা আশঙ্কামুক্ত।
এই বিষয়ে কামরাঙ্গীরচর থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ সাইফুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান,ভিকটিম কনস্টেবল মতিউর রহমানের ছেলে সাব্বির কামরাঙ্গীরচর থানায় এসে মামলা দায়ের করেন।ঘটনার পরপরই কামরাঙ্গীরচর থানা পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তথ্য প্রযুক্তির সহযোগিতায় আজ রাত ৭ ঘটিকার সময় আসামী জীবন(২৩)কে রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকা থেকে আটক করে ।তিনি আরো জানান গ্রেফতারকৃত আসামী পেশায় ময়লার ভ্যান গাড়ির ড্রাইবার পূর্ব শত্রুতার জেরে আসামী জীবন এই নেক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে বলে জানান তিনি।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪