বিনোদন প্রতিবেদকঃ বর্তমান সময়ের আলোচিত দম্পতি অভিনেতা ও প্রযোজক নজরুল রাজ ও সংগীত শিল্পী ইসরাত জাহান জুঁই।কাজের স্বীকৃতি পেলেন অভিনেতা ও প্রযোজক নজরুল রাজ ও সংগীত শিল্পী ইশরাত জাহান জুঁই। মাদক বিরোধী নাটক ‘আড়ালে’ অভিনয়ের জন্য রাজ এবং ‘বন্ধু আইবা’ শিরোনামের গানের জন্য সেরা ফোক সংগীত শিল্পীর পুরষ্কার জিতেন তারা।
টেলিভিশনে দর্শক ফোরাম (টিভিএফবি) আয়োজনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
গত বুধবার (২১ জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক পুরষ্কার প্রাপ্তদের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন টিভিএফবির সভাপতি বাদল আহমেদ, সাধারণ সম্পাদক আহমেদ সিরাজ ও সদস্য সচিব শফিকুল আলম মিলন।
উল্লেখ্য, নিয়মিত গান করছেন ইশরাত জাহান জুঁই। তিনি ফোক শিল্পী হিসেবেই বেশি পরিচিত। আর রাজ নাটক প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করছেন।
এদিকে রাজ-জুঁই মিডিয়ার সুখী দম্পতি। ২০২০ সালে ভালোবেসে বিয়ে করেন তারা। তাদের রাজ্য নামের একটি পুত্র সন্তান রয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪