চট্টগ্রাম কলেজ প্রশাসন কর্তৃক ১ অক্টোবর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে সকল ধরণের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। কলেজ প্রশাসনের এমন বিজ্ঞপ্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস.এম সাফরাশ নুরী (সিজ্জি), সদস্য সচিব মোঃ ওমর ফারুক এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বোরহানুল হক।
নেতৃবৃন্দ বলেন, যদি রাজনীতি বন্ধ হয়, তাহলে সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে রাজনীতি বন্ধ হবে রাষ্ট্রীয়ভাবে। ২৪ এর গণঅভ্যুত্থান ক্যাম্পাসে গণতান্ত্রিক রাজনীতির চর্চা বন্ধের জন্য হয়নি। ওয়াসিম, রাব্বি, তানভীর, সাঈদ রাজনীতি বন্ধের জন্য প্রাণ দেয়নি। আমরা সকল দলের সব সংগঠনের সুষ্ঠু রাজনৈতিক চর্চার স্বাধীনতার জন্য আন্দোলন করেছি। আমরা চাই সকল দলের সুষ্ঠু সুন্দর সহবস্থান। চট্টগ্রাম কলেজ কোনো স্বায়ত্তশাসিত ক্যাম্পাস নয় যে, কলেজ প্রশাসন রাজনীতি বন্ধের ইখতিয়ার রাখে। আমরা এহেন অগণতান্ত্রিক সিদ্ধান্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। এমন কর্মকান্ড গণতন্ত্রের জন্য, আগামীর আধুনিক বাংলাদেশ বিনির্মানের জন্য হুমকি স্বরূপ।
নেতৃবৃন্দরা আরো বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবদী ছাত্রদল সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে শহীদ জিয়ার আদর্শের রাজনীতি চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে চলমান রাখবে।
ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক সাগর জানান শিক্ষার্থীরা কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ চান না। তবে, সুস্থ ধারার ছাত্র রাজনীতি, শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি পক্ষে ছাত্রদল। নতুন বাংলাদেশে কেমন ছাত্র রাজনীতি দেখতে চায়, ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা জানতে তৃণমূলের শিক্ষার্থীদের সাথে নিয়ে চট্টগ্রাম কলেজে সুস্থধারার রাজনীতি ফিরিয়ে আনতে কাজ করে যাবেন।