চট্টগ্রাম ব্যুরো
অপরাধ নির্মূলে ভূমিকায় রাখায় অভিন্ন মানদণ্ডের আলোকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।
বৃহস্পতিবার (৬ জুন) কক্সবাজার পুলিশ লাইন্স এ মাসিক কল্যাণ সভায় তাদেরকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, (চকরিয়া সার্কেল) এম. এম. রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রাম প্রসাদ ভক্ত প্রমুখ।
শ্রেষ্ঠ পুলিশ অফিসার পুরস্কার পাওয়ায় ওসি ওসমান গনি বলেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশএবং আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করতেছি। এ অর্জন ভবিষ্যতে মাদক ও চোরাচালান রোধ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।
এদিকে উক্ত সভায় পারফরম্যান্স বিবেচনায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সেরা অফিসারদের ক্রেস্ট, নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন- শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার রামু থানার এসআই মো.আল আমিন, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই মো. দস্তগীর হোসাইন, চাঞ্চল্যকর অপহরণ মামলার রহস্য উদঘাটন পূর্বক ভিকটিম উদ্ধারসহ ১৭ জন আসামী গ্রেপ্তারের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন টেকনাফ মডেল থানার এসআই সুদর্শন কান্তি দে। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সার্জেন্ট ডিএম মনজুরুল ইসলাম, প্রশাসনিক কাজে বিশেষ পুরুস্কার পান ডিএসবির এসআই মো. কবির হোসেন, হিসাব শাখার মো. ফরহাদ।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪