চট্টগ্রাম মহানগরীর এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টি বোর্ডের সভা ৩১ আগস্ট (শনিবার) বিকাল ৪টায় চান্দগাঁও আবাসিক সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
সভাপতি অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের
সভাপতিত্বে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের সভায় উপস্থিত কার্য-নির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দের সর্বসম্মতিতে *আলহাজ্ব আবুল বশর আবুকে চেয়ারম্যান ও অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ কুতুবীকে সেক্রেটারী* করে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
কার্যনির্বাহী পরিষদের অপরাপর সদস্য হলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লায়ন আবদুল গাফফার চৌধুরী, ভাইস-চেয়ারম্যান-১ লায়ন সেতারা গাফফার চৌধুরী, ভাইস-চেয়ারম্যান-২ মাওলানা এনামুল হক মাদানী, জয়েন্ট সেক্রেটারি (প্রশাসন) আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি (শিক্ষা) মাওলানা মুহাম্মদ আলা উদ্দিন চৌধুরী, অর্থ সচিব কাজী মুহাম্মদ গিয়াস উদ্দিন, প্রচার সচিব মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ, সদস্য সর্ব
অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, মাওলানা সাইফুল্লাহ মাদানী, আলহাজ্ব আবদুশ শাকুর, মুহাম্মদ কফিল উদ্দিন, অধ্যক্ষ মাওলানা দিদারুল আলম।
বক্তারা বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই ছাত্র সমাজকে পরিপূর্ণ ইসলামি শিক্ষাদানের যথাযথ ব্যবস্থা করা নৈতিক দায়িত্ব।
মানুষের সমাজব্যবস্থা, সমাজব্যবস্থার উন্নয়ন এবং ঐতিহাসিক ঘটনাপ্রবাহ প্রভৃতি কতিপয় ইসলামিক আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত এই সমাজব্যবস্থা সঠিকভাবে পরিচালনার জন্য আসমানি গ্রন্থ আল-কুরআন সুনির্দিষ্ট নীতিমালা উপহার দিয়েছে। এই নির্দিষ্ট নীতিমালার আলোকে সমাজকল্যাণে আল-কুরআন বিরাট ভূমিকা পালন করে থাকে। পবিত্র গ্রন্থ আল-কুরআন সামাজিক, ঐতিহাসিক ও প্রাকৃতিক আইনের মাপকাঠি নির্ধারিত করেছে। এভাবে ছাত্র সমাজের জন্য আল-কুরআন মানুষকে অনুপ্রাণিত করেছে। পৃথিবী ও প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণের জন্য উপদেশ দিয়েছে। যেমন, পবিত্র গ্রন্থে বলা হয়েছে: ‘বল, পৃথিবীতে পরিভ্রমণ কর, অতঃপর দেখ, যারা সত্যকে অস্বীকার করেছে তাদের পরিণাম কী হয়েছিল!’ (সূরা আনআম: ১১)। তাই ছাত্রদের সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে জাতি গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।