গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
মহেশখালী থানা পুলিশের অভিযান,একযুগ পর এসআই পরেশ কারবারি হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার!
মহেশখালী থানা পুলিশের ১টি চৌকস টিম এএস আই মোঃ এজাহার মিয়া,এএসআই জিয়াউল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ২১ জুন শুক্রবার রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে হোয়ানক ইউনিয়নের পূর্ব কাঠাল তলী পাড়ার গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে।
এই সময় মহেশখালী থানায় কর্মরত পুলিশ অফিসার এসআই (নিঃ)পরেশ কারবারি হত্যা মামলার অন্যতম আসামি ও ২০১৮সালে আরো ১টি হত্যা মামলাসহ ২টি হত্যা মামলা সহ ও অপর ১টি ৩২৬ ধারার মামলা সহ মোট ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হান্নান প্রকাশ কালামিয়া'কে গ্রেপ্তার করা হয়েছে।
মহেশখালী থানা সূত্রে জানা যায়-
কক্সবাজার জেলা পুলিশের মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার),পুলিশ সুপার, কক্সবাজার এর নির্দেশক্রমে মোঃ শাকিল আহমেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার মূলতবি থাকা ওয়ারেন্ট তামিল করার বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন।
তারই ধারাবাহিকতায় ২১জুন রাতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী'র সহযোগিতায় এএসআই (নিঃ) মোঃ এজাহার মিয়া, এএসআই(নিঃ) মোঃ জিয়াউল হক সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানায় কর্মরত এসআই,পরেশ কার্বারী হত্যা মামলা নং-১৩, তাং-১৮/০১/২০১২, ধারা- ১৪৩/৩৩২/৩৫৩/৩০২/৩৪ পেনাল কোড এর দীর্ঘ একযুগ পলাতক থাকা আসামী কালা মিয়া প্রকাশ হান্নান, পিতা-মৃত বদর উদ্দিন প্রকাশ বদ মিয়া,সাং- পূর্ব কাঠালতলী পাড়া, হোয়ানক ইউপি, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজারকে ইং ২১/০৬/২০২৪ ইং তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় হোয়ানক ইউনিয়নের পূর্ব কাঠালতলী পাহাড়ের গহীন জঙ্গল হইতে গ্রেফতার করা হয়।
এছাড়াও উক্ত আসামীর বিরুদ্ধে মহেশখালী থানার মামলা নং-০৪, তাং১০/০১/২০১৮ ইং, ধারা- ১৪৩/৩০২/৩৪ পেনাল কোড এবং মহেশখালী থানার মামলা নং-৩১, তাং- ২৩/০১/২০১৫ ইং, ধারা- ৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৬৪/৩৪/১০৯ পেনাল কোড এর দীর্ঘ দিন পরোয়ানাভূক্ত পলাতক থাকা আসামী।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি সুকান্ত চক্রবর্তী জানান-
মহেশখালী থানায় কর্মরত পুলিশ অফিসার এসআই (নিঃ)পরেশ কারবারি হত্যা মামলার অন্যতম আসামি ও ২০১৮সালে আরো ১টি হত্যা মামলাসহ ২টি হত্যা মামলা সহ ও অপর ১টি ৩২৬ ধারার মামলা সহ মোট ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হান্নান প্রকাশ কালামিয়া'কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪