খান মাহাদী
এই বিচ্ছেদের যুগে, কেউ আজীবন থাকার জন্য আসে না মানুষ আসবে, সময় কাটাবে,ভালো লাগলে কথা বলবে, যখন আর ভালো লাগবে না, সে চলে যাবে, অন্য আরেক জনের কাছে;
একটা বার ও ভাবে না, বিপরীত পাশের মানুষটার কি হবে,মানুষটা ভালো থাকবে তো ?
সেই মানুষটার কথা একবারও ভাবে না,সেই মানুষটার ভালো থাকা নিয়ে, তার কিচ্ছু যায় আসে না, কিচ্ছুই না।
বর্তমান পৃথিবীতে নিজের ভালো থাকার দায়িত্ব নিজেই নিতে হয়,অন্য কেউ আসবে না, তোমাকে ভালো রাখার জন্য,,
মানুষ আসবে, তার স্বার্থের জন্য আবার চলে যাবে,
নিজের ভালো থাকার দায়িত্ব অন্য কারো উপর দিও না,, এতে কখনো ভালো থাকতে পারবে না,
তাই নিজের ভালো থাকাটা নিজেই দেখতে হয়।
আর ভালো থাকতে হলে, কখনো অন্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না একদম না, মানে না;
তোমাকে কতোটা মিস করি সেটা আমি ছাড়া আর কেউ কখনোই জানবে না, তুমিও না!
তোমাকে কতোটা ভালোবাসি সেটা আমি ছাড়া আর কেউ কখনোই জানবে না, তুমিও না!
তোমাকে আমি কতোটা বেশি চাই সেটা আমি ছাড়া আর কেউ কখনোই জানবে না, তুমিও না!
তোমাকে ভেবে ভেবে আমার কতোটা সকাল,দুপুর,সন্ধ্যা কেটেছে, সেটা আমি ছাড়া আর কেউ কখনোই জানবে না, তুমিও না!
তোমার সামান্য অবহেলায় কতোটা কষ্ট পাই, সেটা আমি ছাড়া আর কেউ কখনোই জানবে না, তুমিও না!
তোমাকে একদিন না একদিন পেয়ে যাবো ভেবে কতোটা অপেক্ষা করে যাচ্ছি সেটা আমি ছাড়া আর কেউ কখনোই জানবে না, তুমিও না!