উর্মিগুলো যেখানে উঠেছে মেতে
পরীদের সাজ রং মেখেছে গায়ে
মনভোলা গান শুনে নদের বাঁকে
ওপাড়ের কাঁশবনে শেয়াল ডাকে।
উর্মিগুলো পরেছে পায়ে নুপুর
রুনুঝুনু ধ্বণিটাতে হাসে দুপুর
দেয় দোলা রোদ্দুর উর্মির গায়
উর্মিরা বলে উঠে পরেছি আজি
দেখো ছুঁয়ে একবার রুপোলী শাড়ি।
গগণে ধবল মেঘ তাকায় দেখে
হিংসের দোহে পুড়ে সলাজ চোখে
মেঘগুলো কালো হয়ে গর্জে উঠে
নদের দু'কূল এবার ভয়েতে কাঁপে।
উর্মিরা বহে চলে আগের মতো
কোন কালে তব কভু ভয় পাইনিতো
কারো রাঙ্গা চোখেতে এমন করে
সদা বহি আগুয়ান স্বরুপ ধরে।
লেখক, মুহম্মদ শাহাদাত হোসেন(ফিরোজ)
কবি ও সাহিত্যিক
প্রধান সহকারী
প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক এর দপ্তর
বাংলাদেশ রেলওয়ে,পাহাড়তলী চট্টগ্রাম,
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪