রুহুল আমীন
যায়না বলা অনেক কিছু
শুনতে চেওনা ,
না বুঝে তাই কোন কথা
বলতে যেওনা।
কান কথাকে কোন সময়
প্রশ্রয় দিওনা ,
পথে ও ঘাটে শোনা বুলি
আমলে নিওনা।
মন্দ লোকের কথা কভু
বিশ্বাস করোনা ,
যাচাই বাছাই না করিয়া
কাওকে ছেড়োনা।
নিজ লোক চিনতে কভু
ভুলটি করোনা ,
কারো সাথে জেনে বুঝে
করোনা ছলনা।
মনের ভিতর অযথা রাগ
পুষে রেখোনা ,
হতে পারে ক্ষমা পাওয়ার
সময় পাবেনা।
কোনো ব্যাপারে অতিরিক্ত
বুঝতে চেওনা ,
ভুল করিলে সইতে হবে
অনেক যাতনা।